Begin typing your search above and press return to search.

কাছাড় কাগজ কল খোলার দাবিতে আজ বরাক বনধ

কাছাড় কাগজ কল খোলার দাবিতে আজ বরাক বনধ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 Nov 2018 11:13 AM GMT

শিলচরঃ এইচপিসি পেপার মিলস রিভাইভেল অ্যাকশন কমিটি(এইচপিসি পিএমআরএসি)আজ ১২ ঘণ্টা বরাক বনধ ডেকেছে। অ্যাকশন কমিটির মুখ্য আহবায়ক মানবেন্দ্ৰ চক্ৰবর্তী মঙ্গলবার সন্ধ্যায় এখানে সাংবাদিকদের বলেন,কেন্দ্ৰ এবং রাজ্য সরকার উভয়েই অসমের দুটো পেপার মিল অচিরেই পুনরুজ্জীবিত করার আশ্বাস দিয়েছিল। কিন্তু এরপর ব্ৰহ্মপুত্ৰ ও বরাকের বুক চিরে অনেক জল বয়ে গেছে,কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। তিনি বলেন,এটা এখন পরিষ্কার যে সরকার কাগজ কলটি দুটি পুনরুজ্জীবিত করা নিয়ে কোনও রকম আগ্ৰহী নয়। কলের কর্মীরা যে অবর্ণনীয় ও দুঃসহ জীবন কাটাচ্ছেন চক্ৰবর্তী সেকথাও তুলে ধরেন। তাই বিকল্প কোনও পথ না পেয়ে কমিটি বনধ ডাকার সিদ্ধান্ত নেয়।

নগাঁও ও পাঁচ গ্ৰামের কাগজ কলটি পুনরায় খোলার দাবিতেই আজকের এই বনধ ডাকা হয়েছে। তিনি বনধ সফল করার জন্য সব শ্ৰেণির মানুষের প্ৰতি আর্জি জানিয়েছেন।

অন্যান্যরাও সাংবাদিকদের বলেন,নমামি বরাক উৎসবের সময় রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বলেছিলেন,কাগজ কলের সমস্যা তাঁর নিজস্ব সমস্যা এবং তিনি অবিলম্বেই ব্যবস্থা নেবেন যাতে কলটি পুনরুজ্জীবিত করা যায়। এরপরও একটা বছর কেটে গেছে কিন্তু মুখ্যমন্ত্ৰী কোনও পদক্ষেপ নেননি। বরং উল্টে প্ৰতিশ্ৰুতির খেলাপ করেছেন- অভিযোগ করেন তারা।

কমিটি আরও বলেছে,কলটি খোলার দাবিতে আজ উপত্যকার শিলচর,করিমগঞ্জ,হাইলাকান্দি,কালাইন,বদরপুর,পাঁচগ্ৰাম,গুমরাবাজার ইত্যাদি স্থানে মিছিল বের করা হবে।

Next Story
সংবাদ শিরোনাম