কাজিরঙায় গন্ডারের আক্ৰমণে ৬০ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু

কাজিরঙাঃ কাজিরঙা জাতীয় উদ্যানে গন্ডারের আক্ৰমণে ৬০ বছর বয়সী একজন ব্যক্তি নিহত হন। মৃত ব্যক্তিকে ধূনদা ভূমিজ নামে শনাক্ত করা হয়েছে। ৪নং টিই লাইনের হাতিখুলিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সকাল ৬টা নাগাদ ব্যক্তিটি প্ৰকৃতির ডাকে সাড়া দিতে নির্জন এলাকায় যান। ওই সময়ই গন্ডারটি আচমকা তাঁর ওপর হামলে পড়ে।
স্থানীয় মানুষের মতে,খাদ্যের খোঁজে উদ্যান থেকে বেরিয়ে আসা একটি গন্ডার বাগান এলাকায় অবাধে বিচরণ করে রীতিমতো ত্ৰাসের সৃষ্টি করেছিল।
হাতিখুলি এলাকায় গ্ৰামবাসীরা বলেছেন,বাগান এলাকায় কোন ল্যাট্ৰিন না থাকায় বৃদ্ধ ব্যক্তিটি সকালে ঘর থেকে বেরিয়ে প্ৰাতকৃত্য করতে পাশের জঙ্গলে যান। ওই সময়ই গন্ডারটি তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তিটির। আটসা সদস্যরা এবং স্থানীয় মানুষ মৃতদেহ নিয়ে ৩৭নং জাতীয় সড়কে এসে দাঁড়ায়। তারা প্ৰায় ৩ঘণ্টা ওই সড়ক অবরোধ করে মৃতের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। পরে বোকাখাতের ডিএফও এবং ম্যাজিস্ট্ৰেট ওখানে এসে পৌঁছলে গ্ৰামবাসীরা তাঁদের হাতে একটি স্মারকপত্ৰ দাখিল করে সড়ক অবরোধ তুলে নেন।