
কাজিরঙা জাতীয় উদ্যানের গা ঘেঁষে থাকা বাঘমারি চাপরিতে ঘটেছে এক ভয়ঙ্কর অঘটন। বন থেকে আচমকা বেরিয়ে আসা একটি হিংস্ৰ বুনো মোষের আক্ৰমণে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন লখিরাম ঘাটোয়াল নামের একজন শ্ৰমিক। মৃত শ্ৰমিকের বাড়ি কলিয়াবর মহকুমার কুঠরি গোহাইগাঁওয়ে বলে জানা গিয়েছে। স্থানীয় লোকেরা মৃতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বুনো মোষটিকে হত্যা করার দাবি জানিয়েছেন। মোষটি না মারা পর্যন্ত ঘাটোয়ালের মৃতদেহ সমঝে নেওয়া হবে না বলেও হুংকার দিয়েছেন স্থানীয় লোকেরা।