Begin typing your search above and press return to search.

কাজে অবহেলা ও বেআইনি কার্যকলাপের দায়ে ধুবড়ির ৫ কৃষি আধিকারিক সাসপেন্ড

কাজে অবহেলা ও বেআইনি কার্যকলাপের দায়ে ধুবড়ির ৫ কৃষি আধিকারিক সাসপেন্ড

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  15 Sep 2018 8:15 AM GMT

গুয়াহাটিঃ রাজ্য কৃষি বিভাগ ধুবড়ি জেলার পাঁচ কৃষি কর্মকর্তাকে সাসপেন্ড করেছে কাজে অবহেলা এবং তাদের সরকারি কোয়ার্টারে বেআইনি কার্যকলাপ চালানোর অভিযোগে। এই পাঁচজন হলেন,বরিষ্ঠ কৃষি উন্নয়ন আধিকারিক সোমেশ্বর প্ৰসাদ বর্মা,হেড অ্যাসিস্টান্ট আবদুল রহমান,সহকারী কৃষি সম্প্ৰসারণ পরিদর্শক গোপী মোহন গয়ারি,কৃষিঊন্নয়ন আধিকারিক পঙ্কজ চন্দ্ৰ দাস এবং সহকারী কৃষি উন্নয়ন অফিসার সুরেন প্ৰসাদ। জেলাশাসক এদের দোষী প্ৰমাণিত করে কৃষিমন্ত্ৰী অতুল বরার নির্দেশে সাসপেন্ড করেন।

Next Story
সংবাদ শিরোনাম