
শিলচরঃ লোকসভা নির্বাচনের জন্য নিয়োজিত সাধারণ পর্যবেক্ষক সুনীল কুমার যাদব গত ৫ এপ্ৰিল কাছাড় জেলার বেশকটি ভোট কেন্দ্ৰে রুটিন পরিদর্শনে যান। প্ৰত্যন্ত গ্ৰামেরও কয়েকটি ভোট কেন্দ্ৰ দেখে আসেন তিনি। কাটিগড়া কেন্দ্ৰের ওই ভোট কেন্দ্ৰগুলির নির্বাচনি প্ৰস্তুতি সম্পর্কে খোঁজ নেন যাদব। ম্যাজিস্ট্ৰেট জিতেন টাইড এবং পুলিশ কর্তারাও তাঁর সঙ্গে ছিলেন। ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা হরিটিকার এলপি স্কুলের ভোট কেন্দ্ৰটিও পরিদর্শন করেন তিনি। ভোটকেন্দ্ৰটিতে ন্যূনতম সু্যোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখেন যাদব। বিএসএফ কর্মকর্তাদের নিয়ে তিনি তুকার গ্ৰাম এলপি স্কুলটি পরিদর্শন করে নির্বাচনি প্ৰস্তুতির বিষয়টি খতিয়ে দেখেন। সাধারণ পর্যবেক্ষক পরে ১৬ নং জগদীশ এলপি স্কুলে,কালাইন এইচএস স্কুল,মালিডহর এলপি স্কুলে গিয়ে পৌঁছন। ভোট কেন্দ্ৰগুলি পরিদর্শনকালে স্থানীয় ভোটারদের সঙ্গে বাক বিনিময় করেন। ৬ এপ্ৰিল যাদব নতুন বাজার এলাকার গান্ধী সিনিয়র বেসিক স্কুল পরিদর্শনে যান। এই কেন্দ্ৰ পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন ম্যাজিস্ট্ৰেট দীপময় ঠাকুরিয়া,ধলাইর অফিসার ইনচার্জ ভার্গব বরবরা। এই কেন্দ্ৰ পরিদর্শনকালে স্থানীয় বিএলও উপস্থিত না থাকায় অসন্তুষ্টি ব্যক্ত করেন যাদব। ধলাই পুলিশ ফাঁড়ির নির্বাচনি প্ৰস্তুতিও খতিয়ে দেখেন তিনি।
ধলাই যাওয়ার পথে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু পোস্টার,ব্যানার তাঁর নজরে আসে। তিনি এমসিসি কর্মকর্তা এবং পুলিশকে নির্দেশ দেন এই বিষয়টির তদন্ত করার জন্য। এই সব ব্যানার,পোস্টার যারা ঝুলিয়েছে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগাম অনুমতি নিয়েছে কিনা তার তদন্ত করতে বলেন। যদি অনুমতি না নিয়ে থাকে তাহলে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণেরও নির্দেশ দেন তিনি।