নগাঁও জেলার কামপুর বরখাটে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। এক বাইক আরোহী দশ চাকার একটি ট্ৰাকের নিচে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয় রক্তিম শইকিয়া নামের ছাত্ৰটি। তাকে সংকটজনক অবস্থায় নগাঁও সিভিল হাসপাতালে ভর্তি করা হয় যদিও চিকিৎসালয়েই তার মৃত্যু হয়। ছাত্ৰটির বাড়ি কামপুরের হালোয়া ভকতগাঁওয়ে বলে জানা গেছে। এই ঘটনায় অঞ্চলটিতে শোকের ছায়া নামে।
Begin typing your search above and press return to search.