Begin typing your search above and press return to search.
কামরূপের রানিতে বন মহোৎসব ৬৯ এর উদ্বোধন করলেন শুক্লবৈদ্য

আজারাঃ রাজ্য সরকারের উদ্যোগে কেন্দ্ৰীয়ভাবে আয়োজিত সপ্তাহব্যাপী বন মহোৎসব ৬৯ শুরু হয়েছে কামরূপ জেলার রানির পারো পাড়ায়। বনমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য রবিবার উৎসবের উদ্বোধন করে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই চালাতে প্ৰত্যেককে বন সুরক্ষায় নজর দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন,যারা বন ধ্বংসের খেলায় মেতেছে তাদের ছেড়ে দেওয়া হবে না। শুক্লবৈদ্য বলেন,১২৬টি বিধানসভা কেন্দ্ৰে প্ৰত্যেকটিতে ১টি গ্ৰাম বাছাই করা হবে যেখানে বিভাগ ১হাজার চারা গাছ রোপন করবে।
Next Story