কামাখ্যা সহ রাজ্যের ৭টি পর্যটন স্থলে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের জন্য ৩০ কোটি মঞ্জুর

কামাখ্যা সহ রাজ্যের ৭টি পর্যটন স্থলে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের জন্য ৩০ কোটি মঞ্জুর
Published on

গুয়াহাটিঃ অসমে পর্যটন শিল্পের বিকাশে রাজ্যের সাতটি পর্যটন স্থলে সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের জন্য ৩০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। তবে তহবিল রিলিজ না করায় প্ৰকল্পটি শুরু করা যাচ্ছে না।

এই প্ৰকল্পের অধীনে রাজ্যের বিদ্যুৎ বিভাগ কাজিরঙা,কামাখ্যা,শুয়ালকুচি,তেজপুর,মানস,পবিতরা ও মাজুলিতে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করতে চাইছে। পর্যটক আকর্ষণের এই সাতটি স্থানে যাতে বিনা বাধায় সারাক্ষণ বিদ্যুৎ সরবরাহ করা সহ সুষ্ঠু পরিকাঠামো ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য স্থির করা হয়েছে এই প্ৰকল্পে। বিভাগটির মতে,এই প্ৰকল্পের প্ৰয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার উদ্দেশ্য হচ্ছে এই সাতটি পর্যটনস্থলে সপ্তাহের প্ৰতিদিন ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা।

এপিডিসিএল(অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড)-এর কর্মকর্তাদের মতে,২০১৭-১৮ সালে বার্ষিক যোজনার(এসওপিডি)অধীনে এই প্ৰকল্প বাবদ বাজেট ব্যবস্থায় ৩০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। তবে এব্যাপারে তহবিল এখনও রিলিজ করা হয়নি বলে কর্মকর্তাটি জানান। তবে অন্যান্য ক্ষেত্ৰের তহবিলের মাধ্যমে আমরা কামাখ্যায় বিদ্যুৎ পরিকাঠামো গড়ে তোলার কিছু কাজ করছি। মাজুলি ছাড়া বাকি ছটি স্থানের প্ৰজেক্ট রিপোর্ট ইতিমধ্যেই প্ৰস্তুত করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়েছে-জানান কর্মকর্তাটি। তিনি বলেন,প্ৰকল্পগুলি রূপায়িত হলে ওই স্থানগুলিতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়ে উঠবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com