কাশ্মীরের ট্ৰাক দুর্ঘটনায় ১৬ সেনা জওয়ান আহত

কাশ্মীরের ট্ৰাক দুর্ঘটনায় ১৬ সেনা জওয়ান আহত
Published on

কাশ্মীরে বালপোরা বেস ক্যাম্পে যাওয়ার পথে একটি বেসরকারি ট্ৰাক দুর্ঘটনার মুখে পড়লে কমপক্ষেও ১৬ জন সেনা জওয়ান আহত হন। রিপোর্টে প্ৰকাশ,শুক্ৰবার রাতে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার কানিপোরা গ্ৰামে ট্ৰাকটি সড়ক থেকে ছিটকে উল্টে যায়। আহত সৈনিকদের কয়েকজনের অবস্থা সংকটজনক। তাঁদের সঙ্গে সঙ্গে শ্ৰীনগর সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটশিঙিমারিতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা যুবকের

দক্ষিণ শালমারা-মানকাচর জেলার হাটশিঙিমারি গ্ৰামের বাসিন্দা আব্দুল করিম খন্দকারের ছেলে আশাদ আলি খন্দকার(২০)শুক্ৰবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকদের মতে,রাত আনুমানিক ৩ টা নাগাদ আশাদ নিজের ঘরেই গলায় দড়ি দেয়। আশাদ হাটশিঙিমারি কলেজে বিজ্ঞান স্নাতক প্ৰথম বর্ষের ছাত্ৰ ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধারের পর মরণোত্তর পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় অঞ্চলটিতে শোকের ছায়া নেমে আসে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com