Begin typing your search above and press return to search.

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ও কিছু রাজনীতিকের নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়া হলো

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ও কিছু রাজনীতিকের নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়া হলো

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 Feb 2019 1:20 PM GMT

জম্মুঃ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলার পর ওই রাজ্যের ১৮জন বিচ্ছিন্নতাবাদী নেতা এবং ১৫৫ জন রাজনীতিকের নিরাপত্তা ব্যবস্থা প্ৰত্যাহার করে নেওয়া হয়েছে। উল্লেখ্য,গত ১৪ ফেব্ৰুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জনের বেশি জওয়ান শহিদ হন। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই আক্ৰমণের দায় স্বীকার করেছিল।

স্বরাষ্ট্ৰ বিভাগ বুধবার এক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা এবং মূলস্ৰোতের কিছু রাজনৈতিক নেতার নিরাপত্তা ব্যবস্থা প্ৰত্যাহার ও অবনমিত করার কথা ঘোষণা করে। কয়েকজনের নিরাপত্তা ব্যবস্থা গত ১৮ ফেব্ৰুয়ারি তুলে নেওয়া হয়েছিল।

নতুন তালিকা অনু্যায়ী যাদের নিরাপত্তা ব্যবস্থা প্ৰত্যাহার অথবা অবনমিত করা হয়েছে তাদের মধ্যে ন্যাশনাল কনফারেন্স,পিপলস ডেমোক্ৰ্যাটিক পার্টি(পিডিপি),ভারতীয় জনতা পার্টি ও কংগ্ৰেসের নেতারাও রয়েছেন। এদের মধ্যে আছেন হুরিয়াত নেতা সৈয়দ আলি শাহ গিলানি,জম্মু কাশ্মীর লিবারেশন ফ্ৰন্টের(জেকেএলএফ)প্ৰধান ইয়াসিন মালিক,প্ৰাক্তন আইএএস অফিসার শাহব ফৈজাল এবং পিডিপি নেতা ওয়াহিদ পারা।

এদের নিরাপত্তায় মোতায়েত থাকা ১০০০ হাজারের বেশি নিরাপত্তারক্ষী এবং নিরাপত্তার সুবিধার্থে তাদের জন্য দেওয়া ১০০টি গাড়ি প্ৰত্যাহার করে নেওয়া হচ্ছে। এখানে সরকারি সূত্ৰ এখবর জানিয়েছে। চারজন বরিষ্ঠ বিচ্ছিন্নতাবাদী নেতা মীরওয়েজ ওমর ফারুক,সাবির,শাহ,অধ্যাপক আব্দুল গনি ভাট এবং বিলাল লোনের নিরাপত্তা ব্যবস্থা সোমবারই প্ৰত্যাহার করে নেওয়া হয়।

Next Story
সংবাদ শিরোনাম