কাশ্মীরের শ্ৰীনগর,অনন্তনাগ ও বাদলম জেলায় জঙ্গি-নিরাপত্তারক্ষীর মধ্যে সংঘর্ষ

কাশ্মীরের শ্ৰীনগর,অনন্তনাগ ও বাদলম জেলায় জঙ্গি-নিরাপত্তারক্ষীর মধ্যে সংঘর্ষ
Published on

কাশ্মীরের শ্ৰীনগরের শহরতলি,অনন্তনাগ ও বাদগাম জেলায় তিনটি স্থানে আজ সকাল থেকে জঙ্গি ও ভারতীয় সেনাদের মধ্যে গুলির লড়াই চলছে। প্ৰাপ্ত খবরে জানা গেছে,সেনা জওয়ানরা পাল্টা আক্ৰমণ হেনে দুই জঙ্গিকে ফাঁদে ফেলেছে। সুরক্ষা বাহিনীর গুলিতে মারা গেছে এক সন্ত্ৰাসী। কাশ্মীরের মিডিয়া স্টেশনের রিপোর্টে বলা হয়েছে শ্ৰীনগরের শহরতলি নুরবাগে জঙ্গিরা আক্ৰমণ শানালে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়। ওদিকে অনন্তনাগ জেলার দুরু শাহবাদে জঙ্গি ও সুরক্ষা বাহিনীর মধ্যে আরও একটি সংঘর্ষ ঘটে। সরকার এখানে জঙ্গিদের সমস্ত যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে সব ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। এখানেও জওয়ানের পাতা ফাঁদে আটকা পড়েছে দুই জঙ্গি। প্ৰাপ্ত রিপোর্টে প্ৰকাশ,অনন্তনাগ জেলার দুরু শাহবাদ এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে প্ৰাণ হারায় এক জঙ্গি। উভয়পক্ষের গোলাগুলিতে একজন নাগরিকেরও মৃত্যু হয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com