কাশ্মীরে তিন পুলিশ কর্মীকে অপহরণের পর খুন করল হিজবুল জঙ্গিরা

কাশ্মীরে তিন পুলিশ কর্মীকে অপহরণের পর খুন করল হিজবুল জঙ্গিরা
Published on

জঙ্গিদের হাতে বৃহস্পতিবার রাতে অপহৃত জম্মু ও কাশ্মীরের তিন পুলিশ কর্মীকে শুক্ৰবার মৃত অবস্থায় পাওয়া গেছে। ওয়ানগাম এলাকার একটি বাগান এলাকা থেকে এই তিন পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়। উল্লেখ্য,জঙ্গিরা বাতাগান্দ গ্ৰামে ওই তিন পুলিশ অফিসারের বাড়িতে হানা দিয়ে তাঁদের তুলে নিয়ে যায়। তবে একজন পুলিশ কর্মী স্থানীয় মানুষের সহযোগিতায় কোনওক্ৰমে জঙ্গিদের কবল থেকে পালাতে সক্ষম হন।

জঙ্গিরা ওই তিন পুলিশ কর্তাকে তুলে নিয়ে যাওয়ার সময় শূন্যে গুলিও চালায়,যাতে কেউ তাঁদের কাছ না ঘেঁষে। নিহত তিন পুলিশ কর্মীকে নিশার আহমেদ(কনস্টেবল),ফিরদৌস আহমেদ ও কুলওয়ান্ত সিং(দুজনই এসপিও)নামে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় এটাই প্ৰমাণিত হয় যে জঙ্গিরা এখনও স্থানীয় কাশ্মীরি পুলিশকেও ছেড়ে কথা বলছে না। পুলিশ কর্মী অপহরণ ও হত্যার পিছনে হিজবুল মুজাহিদিনই যে জড়িত তা এখনও স্পষ্ট। জঙ্গি সংগঠনের কমান্ডার রিয়াজ নাইকু দিনকয়েক আগে এক ভিডিও-র মাধ্যমে বিশেষ পুলিশ অফিসারদের(এসপিও)চাকরিতে ইস্তফা দেওয়ার জন্য সতর্ক করে দিয়েছিল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com