ব্ৰেকিং নিউজ
কাশ্মীরে নিরাপত্তা রক্ষীর সঙ্গে সংঘর্ষে হত ২ জঙ্গি
শ্ৰীনগরঃ জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলার হ্যান্ডওয়াড়া এলাকায় মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়। প্ৰচার মাধ্যমের রিপোর্ট অনু্যায়ী উত্তর কাশ্মীরের গালুরা এলাকায় নিরাপত্তা রক্ষীদের গুলিতে মারা পড়ে দুই জঙ্গি। পুলিশ জানিয়েছে এখবর। নিহত জঙ্গিরা কোন দংগঠনের সেব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কুপওয়াড়া জেলায় জঙ্গিদের বিচরণের খবর পাওয়ার পর নিরাপত্তা রক্ষীরা ওই এলাকা ঘিরে অভিযানে নামে। ওই সময়েই উভয় পক্ষে গুলির লড়াই শুরু হয়। দুই জঙ্গি প্ৰাণ হারায় রক্ষীদের গুলিতে।