
পাকিস্তানের নব নির্বাচিত প্ৰধানমন্ত্ৰী ইমরান খান টুইটারে লিখেছেন ভারত ও পাকিস্তানের অবশ্যই আলোচনায় বসা উচিত কাশ্মীর ইস্যু সহ সমস্ত বিরোধের সমাধান সূত্ৰ খুঁজতে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির সুপ্ৰিমো ইমরান বলেন,দুই পড়শি দেশের মধ্যে আলাপ আলোচনা ও ব্যবসা বাণিজ্য উপমহাদেশে বসবাসকারী মানুষের দুঃখকষ্ট ও দারিদ্ৰ্য ঘোচাবে এবং এতে সাধারণ মানুষ উপকৃত হবেন। টুইটারে খান বলেছেন,এগিয়ে যেতে হলে ভারত ও পাকিস্তানকে কাশ্মীর সহ সব বিরোধের অবসানে আলোচনায় বসা অবশ্যই জরুরি। ‘আলাপ আলোচনার মাধ্যমে আমাদের মধ্যে থাকা মত পার্থক্য মিটিয়ে ফেলে ব্যবসা বাণিজ্য চালু করাই হচ্ছে উপমহাদেশে বসবাসকারী মানুষে দারিদ্ৰ্য মোচন ও উন্নয়নের সেরা পন্থা’। ভারতীয় ক্ৰিকেটার থেকে রাজনীতির অঙ্গনে আসা নবজোৎ সিং সিঁধু তাঁর শপথগ্ৰহণ অনুষ্ঠানে উপস্থিত থাকায় ইমরান তাঁকে ধন্যবাদ জানায়। ইমরান সিঁধুকে ‘শান্তির দূত’ বলে আখ্যায়িত করেন।