কাশ্মীর ইস্যু সহ বিভিন্ন মতপার্থক্য মিটিয়ে ফেলতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্ৰহী ইমরান

কাশ্মীর ইস্যু সহ বিভিন্ন মতপার্থক্য মিটিয়ে ফেলতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্ৰহী ইমরান
Published on

পাকিস্তানের নব নির্বাচিত প্ৰধানমন্ত্ৰী ইমরান খান টুইটারে লিখেছেন ভারত ও পাকিস্তানের অবশ্যই আলোচনায় বসা উচিত কাশ্মীর ইস্যু সহ সমস্ত বিরোধের সমাধান সূত্ৰ খুঁজতে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির সুপ্ৰিমো ইমরান বলেন,দুই পড়শি দেশের মধ্যে আলাপ আলোচনা ও ব্যবসা বাণিজ্য উপমহাদেশে বসবাসকারী মানুষের দুঃখকষ্ট ও দারিদ্ৰ্য ঘোচাবে এবং এতে সাধারণ মানুষ উপকৃত হবেন। টুইটারে খান বলেছেন,এগিয়ে যেতে হলে ভারত ও পাকিস্তানকে কাশ্মীর সহ সব বিরোধের অবসানে আলোচনায় বসা অবশ্যই জরুরি। ‘আলাপ আলোচনার মাধ্যমে আমাদের মধ্যে থাকা মত পার্থক্য মিটিয়ে ফেলে ব্যবসা বাণিজ্য চালু করাই হচ্ছে উপমহাদেশে বসবাসকারী মানুষে দারিদ্ৰ্য মোচন ও উন্নয়নের সেরা পন্থা’। ভারতীয় ক্ৰিকেটার থেকে রাজনীতির অঙ্গনে আসা নবজোৎ সিং সিঁধু তাঁর শপথগ্ৰহণ অনুষ্ঠানে উপস্থিত থাকায় ইমরান তাঁকে ধন্যবাদ জানায়। ইমরান সিঁধুকে ‘শান্তির দূত’ বলে আখ্যায়িত করেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com