কাশ্মীর উপত্যকায় গুলির লড়াইয়ে ৬ জঙ্গি সহ নিহত ৭

কাশ্মীর উপত্যকায় গুলির লড়াইয়ে ৬ জঙ্গি সহ নিহত ৭
Published on

শ্ৰীনগরঃ কাশ্মীর উপত্যকায় গত বৃহস্পতিবার থেকে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময়ে ৬ সন্ত্ৰাসী ও ১২ বছর বয়সী একটি কিশোরের মৃত্যু হয়। গুলির লড়াইয়ে সাত জন নিরাপত্তারক্ষী ও ১৮ জন নাগরিক আহত হন। পুলিশ শুক্ৰবার এখবর জানিয়েছে। শুক্ৰবার বান্দিপোরা জেলার মির মহল্লা এলাকায় গুলির লড়াই চলাকালে দুই জঙ্গি ও তাদের কব্জায় পণ বন্দী থাকা বারো বছরের কিশোরটি মারা পাড়ে। এই গুলির লড়াই শুরু হয় বৃহস্পতিবার। নিহত দুই জঙ্গিকে পাকিস্তানি বলে শনাক্ত করা হয়েছে। তারা পাক ভিত্তিক সন্ত্ৰাসী সংগঠন লস্কর-ই তৈয়বার সদস্য বলে জানা গিয়েছে। ওই দুই জঙ্গি ওই ছোট ছেলেটিকে গুলি করে মেরেছে বলে পুলিশ অভি্যোগ করেছে। ওদিকে সোপিয়ান জেলার রাটনিপোরা গ্ৰামে শুক্ৰবার থেকে শুরু হওয়া গুলির লড়াইয়ে দুই সন্ত্ৰাসীকে নিকেশ করে সুরক্ষা বাহিনী।

পুলিশ জানাচ্ছে,গোলাগুলি চলা স্থানে পুলিশ ও নাগরিকদের মধ্যে সংঘর্ষেরও সূত্ৰপাত ঘটে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com