Begin typing your search above and press return to search.

কিছু মন্ত্ৰী ও আমলাকে পদ ছাড়তে বললেন মণিপুরের মুখ্যমন্ত্ৰী বীরেন সিং

কিছু মন্ত্ৰী ও আমলাকে পদ ছাড়তে বললেন মণিপুরের মুখ্যমন্ত্ৰী বীরেন সিং

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  21 Nov 2018 7:29 AM GMT

ইম্ফলঃ মণিপুরের মুখ্যমন্ত্ৰী এন বীরেন সিং সোমবার কিছু মন্ত্ৰী ও বরিষ্ঠ সরকারি আমলাদের বলেছেন,মানুষের কল্যাণের বিষয় নিয়ে তাঁরা যদি না ভাবেন,তাহলে তাঁদের ইস্তফা দেওয়াই উচিত হবে। এদিন ইম্ফলে মণিপুর রাইফেলসের ১নং বেনকোয়েট হলে আয়োজিত কোয়ামি একতা আনুষ্ঠানে হাতে গোনা কজন মন্ত্ৰী,বিধায়ক ও সরকারি আমলাকে উপস্থিত থাকতে দেখে মুখ্যমন্ত্ৰী প্ৰচণ্ড রেগে যান।

নির্বাচিত কয়েকজন সদস্য ও অফিসার ছাড়া বিশাল ওই হল এদিন বলতে গেলে ফাঁকাই ছিল। অধিকাংশ মন্ত্ৰী,বিধায়ক ও সরকারি আমলাদের গরহাজির থাকতে দেখে চটে লাল হন মুখ্যমন্ত্ৰী।

বীরেন সিং বলেন,দেশের জন্য অসামান্য অবদান রেখেও যারা অনেকের কাছেই অজ্ঞাত থেকে গেছেন তাদের উপযুক্ত সম্মান জানাতেই সরকার এধরনের অনুষ্ঠান আয়োজনের পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন,ব্ৰিটিশ শাসনকালে মণিপুরের যুবরাজ কুলাচন্দ্ৰ সহ মণিপুরের কয়েকজন নাগা ব্যক্তিকে কালাপানিতে নির্বাসনে পাঠানো হয়েছিল।

Next Story
সংবাদ শিরোনাম