Begin typing your search above and press return to search.
কিশোরীকে টোপ দিয়ে বিক্ৰি,ধর্ষণের অভিযোগ,ধৃত দুই যুবক

গুয়াহাটিঃ বরপেটা জেলার কলগাছিয়ার প্ৰায় ১৫ বছর বয়সী একটি কিশোরীকে সংক্ষিপ্ত সফরে গুয়াহাটি যাওয়ার টোপ দিয়ে জনৈক মহিলা দুই যুবকের হাতে তুলে দেয়। যুবকদ্বয় মেয়েটিকে গুয়াহাটির কইনাধরায় একটি বাড়িতে এনে তোলে। ওই বাড়িতেই যুবকদ্বয় মেয়েটিকে রাতভর ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ সূত্ৰে প্ৰাপ্ত খবরে জানা গেছে,মহিলাটি ৬ হাজার টাকার বিনিময়ে মেয়েটিকে যুবকদ্বয়ের কাছে বিক্ৰি করেছিল কলগাছিয়া থেকে গুয়াহাটিতে নিয়ে এসে।
ঘটনার পরদিন কিশোরীটি বশিষ্ঠ থানায় গিয়ে গোটা ঘটনা জানিয়ে একটি এফআইআর দাখিল করে। এরপরই পুলিশ অভিযানে নেমে যুবকদ্বয়কে আটক করে। ঘটনা সম্পর্কে বশিষ্ঠ থানায় একটি মামলাও নথিভুক্ত করা হয়েছে। ধৃত যুবকদ্বয়ের নাম ধিঙের জাকির হুসেন(২৯)এবং হয়বরগাঁওয়ের দীপেন বরা(৩০)। এদিকে যে মহিলাটি কলগাছিয়া থেকে কিশোরীকে নিয়ে এসেছিল পুলিশ সেই মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে।
Next Story