আগরতলাঃ রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ বৃহস্পতিবার ত্ৰিপুরার বিশেষ প্ৰজাতির মিষ্টি,রসালো কুইন আনারসকে রাজ্যের ফল হিসেবে ঘোষণা করলেন। আমি আশা করি ত্ৰিপুরার আনারস,রাবার এবং বাঁশ বাংলাদেশ সহ অন্যান্য দেশেও যথাযথ গুরুত্ব পাবে-বলেন কোবিন্দ।
Begin typing your search above and press return to search.