আগরতলাঃ রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ বৃহস্পতিবার ত্ৰিপুরা সফরকালে ‘কুইন’ প্ৰজাতির আনারসকে ত্ৰিপুরার রাজ্য ফল হিসেবে ঘোষণা করতে পারেন।বুধবার সরকারি সূত্ৰে একথা জানানো হয়।মুখ্যমন্ত্ৰী বিপ্লব কুমার দেব রবিবার মিষ্টি ও রসালো এই আনারসের প্ৰথম কনসাইনমেণ্ট দুবাইয়ে রপ্তানির ফ্ল্যাগ অফ করেন।
‘কুইন’ প্ৰজাতির আনারসকে ত্ৰিপুরার রাজ্য ফল ঘোষণা করতে পারেন রাষ্ট্ৰপতি

Next Story