
পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণ যাদবের মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতে(আইসিজে)শুনানির দিন ধার্য হয়েছে ২০১৯-এর ১৮-২১ ফেব্ৰুয়ারি। পাকিস্তান সামরিক আদালত যাদবকে ফাঁসিতে ঝোলানোর রায় দিয়েছে যদিও ভারতের আবেদনের জন্য আন্তর্জাতিক আদালত মৃত্যুদণ্ড স্থগিত রেখেছে।
উল্লেখ্য,চরবৃত্তির অভিযোগে পাকিস্তান ৪৭ বছর বয়সী কুলভূষণকে যাদবকে গ্ৰেপ্তার করে এবং ২০১৭-র এপ্ৰিলে পাক সামরিক আদালত ওই অভিযোগের ভিত্তিতে যাদবকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। ওই বছরই ভারত সরকার পাক আদালতের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে মৃত্যুদণ্ড স্থগিত রাখার দাবি জানিয়ে ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়। এরপরই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যাদবের মৃত্যুদণ্ড স্থগিত রাখে। কোর্ট এব্যাপারে ভারত ও পাকিস্তান উভয় পক্ষের বিস্তারিত শুনানি গ্ৰহণ করবে।
পাকিস্তান বলেছে,২০১৬-র মার্চে ইরান থেকে পাকিস্তানে ঢোকার সময় পাক সুরক্ষা কর্মীরা বালুচিস্তান থেকে যাদবকে গ্ৰেপ্তার করে। পাকিস্তানের তরফে বলা হয়েছে যাদব কোনও সাধারণ ব্যক্তি নন,চরবৃত্তির অভিপ্ৰায় ও পাকিস্তানে অন্তর্ঘাত চালানোই তার উদ্দেশ্য ছিল। অন্যদিকে ভারত যাদবের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে আসলে নৌবাহিনি থেকে অবসর নেওয়ার পর যাদব ব্যবসার স্বার্থে ইরানে ছিলেন এবং সেখান থেকেই তাঁকে অপহরণ করা হয়েছিল। কেন্দ্ৰীয় সরকারের সঙ্গে তার কোনও সম্পর্কই ছিল না।