রাসায়নিক প্ৰয়োগে কৃত্ৰিম উপায়ে ফল পাকানোর ভয়াবহতার কথা উপলব্ধি করে গৌহাটি হাইকোর্ট এই ব্যবস্থা রোধে রাজ্য ও কেন্দ্ৰীয় সরকার কী ব্যবস্থা নিচ্ছে,তা তাদের সংশ্লিষ্ট হলফনামায় স্পষ্ট করার জন্য নির্দেশ দিয়েছে। কার্বাইড দিয়ে ফল পাকানোর বিষয়টি নিয়ে রাজ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে।
কৃত্ৰিম উপায়ে ফল পাকানো রোধে রাজ্য,কেন্দ্ৰকে ব্যবস্থা নিতে বলল হাইকোর্ট

Next Story