কৃষিজ সামগ্ৰী বিদেশে রপ্তানি করতে চলেছে ত্ৰিপুরা

কৃষিজ সামগ্ৰী বিদেশে রপ্তানি করতে চলেছে ত্ৰিপুরা
Published on

আগরতলাঃ ত্ৰিপুরা সরকার কৃষি ভিত্তিক ও উদ্যানজাত উৎপাদিত সামগ্ৰী বিদেশে রপ্তানি করার লক্ষ্য স্থির করেছে। এই সব সামগ্ৰীর মধ্যে রয়েছে কাঁঠাল,বিভিন্ন প্ৰজাতির কলা এবং করলা ইত্যাদি। রাজ্যের কৃষিমন্ত্ৰী প্ৰাণজিৎ সিনহা বলেন,রপ্তানির জন্য প্ৰাথমিক প্ৰস্তুতিপর্ব ইতিমধ্যেই সারা হয়েছে এবং আশা করা হচ্ছে আগামি বছর থেকে রপ্তানি শুরু হয়ে যাবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com