গুয়াহাটিঃ ভাঙাগড় পুলিশ রাজ্যে কৃষি উন্নয়ন অফিসার(এডিও)নিয়োগে দালালের ভূমিকা পালনের অভিযোগে বৃহস্পতিবার তিন ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে। ধৃত তিনজনকে বিকাশ পিনচা,কৌশিক কলিতা এবং কুনাল দাস নামে শনাক্ত করা হয়েছে। ঘুষ দিয়ে চাকরি কেনার কুখ্যাত এপিএসসি কেলেংকারির দায়ে এরা ইতিমধ্যেই বিচার বিভাগীয় হেফাজতে ছিল। পুলিশ আদালতের অনুমতি নিয়ে এই তিনজনকে ভাঙাগড় পিএস কেস নং ১৫৯/১৭-তে জড়িত থাকায় বৃহস্পতিবার গুয়াহাটি সেন্ট্ৰাল জেল থেকে ফের গ্ৰেপ্তার করে।