

ধুবড়িঃ ধুবড়ি জেলার ভেদলা গ্ৰামের মোজাম্বেল হক নামের এক ব্যক্তি ধুবড়ি-বিন্নাছড়া রোডে খাস জমি কব্জায় নিয়ে প্ৰাচীর নির্মাণ করে কৃষিক্ষেত্ৰে স্বাভাবিক জলপ্ৰবাহ আটকে দেওয়ার অভিযোগে মঙ্গলবার ধুবড়ি থানায় একটি এফআইআর দাখিল করা হয়। এফআইআর দাখিল করেন ধুবড়ির সার্কল অফিসার জয়শঙ্কর শর্মা।