কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ডিরেক্টর পদে অলোক বর্মা

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ডিরেক্টর পদে অলোক বর্মাকে পুনর্বহাল করল সুপ্রিম কোর্ট। গত বছরের ২৩ অক্টোবর তাঁকে ছুটিতে পাঠিয়ে ছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই নির্দেশকে খারিজ করে দিয়ে তাঁকে আবারে ডিরেক্টরপদে বহাল করল শীর্ষ আদালত।তবে সিবিআই সংক্রান্ত কোনো নীতিগত সিদ্ধান্ত তিনি নিতে পারবেন না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে।
যতক্ষণ পর্যন্ত নির্বাচক কমিটি তাঁর ‘ভাগ্য’ নিয়ে কোনো সিদ্ধান্ত না নিচ্ছে ততক্ষণ অবধি এই নির্দেশ বহাল থাকবে। আদালত জানিয়েছে, উচ্চ-ক্ষমতা সম্পন্ন কমিটির মত ছাড়া কেন্দ্রের কোনো আইনগত অধিকার নেই সিবিআই ডিরেক্টরকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার।প্রসঙ্গত, সিবিআইয়ের দুই শীর্ষ আধিকারিকের মধ্যে বিবাদকে কেন্দ্র করে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেই কারণে ২৩ অক্টোবর মধ্যরাতে তাঁকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি)।
এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান অলোক বর্মা। মঙ্গলবার সেই মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। ৩১ জানুয়ারি অবসর নেবেন অলোক বর্মা।কংগ্রেস আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে। রাফাল নিয়ে তদন্ত শুরু করছিলেন অলোক বর্মা, সে কারণেই তাকে বেআইনী ভাবে সরিয়ে দিয়েছিল কেন্দ্র বলে মন্তব্য কংগ্রেস নেতৃত্বের। এই ইস্যুতে সমালোচনার শুরু চড়া করেছে আপ। অরবিন্দ কেজরিয়াল বলছেন, সুপ্রিম কোর্টের এই রায় মোদী সরকারের বিরুদ্ধে ‘সরাসরি অভিযোগ’।