কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক সংরক্ষণের পরিমাপ নির্ধারণের জন্য প্যানেল গঠন করল আরবিআই

কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক সংরক্ষণের পরিমাপ নির্ধারণের জন্য প্যানেল গঠন করল আরবিআই
Published on

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)-এর বোর্ড মিটিংয়ের মাসাধিককাল পরে কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক সংরক্ষণের পরিমাপ নির্ধারণের সিদ্ধান্তগ্রহণে প্যানেল গঠিত হল। বুধবার জানানো হয়েছে, ওই প্যানেলে প্রাক্তন গভর্নর বিমল জালানের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ভাইস চেয়ারম্যানপদে রয়েছেন প্রাক্তন সচিব রাকেশ মোহন।

এ দিন বোর্ড মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ছয় সদস্যের ওই প্যানেলের নাম ঘোষণা করা হয়। আরবিআইয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে,প্যানেলে থাকছেন কেন্দ্রের অর্থনৈতিক বিষয়ক সেক্রেটারি সুভাষচন্দ্র গর্গ এবং ভারতীয় আরবিআইয়ের ডেপুটি গভর্নর এন এস বিশ্বনাথন। এ ছাড়া রয়েছেন আরবিআইয়ের সেন্ট্রাল বোর্ডের দুই সদস্য ভারত দোশি এবং সুধীর মানকড়।উল্লেখ্য, আরবিআইয়ের পরিচালন পর্ষদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের শেষ বৈঠকে তৎকালীন গভর্নর উর্জিত পটেল এই প্যানেল গঠন করে পরামর্শ গ্রহণের আর্জিও মেনে নিয়েছিলেন। ওই প্যানেল গঠন এবং সেই প্যানেলের সদস্য নির্বাচন প্রক্রিয়ায় অবশ্য গুরুত্ব পেয়েছে আরবিআইয়ের মত।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com