Begin typing your search above and press return to search.

কেন্দ্ৰের এনডিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্ৰস্তাব আনল বিরোধীরা

কেন্দ্ৰের এনডিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্ৰস্তাব আনল বিরোধীরা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  19 July 2018 2:05 PM GMT

নয়াদিল্লিঃ সংসদের বাদল অধিবেশনের প্ৰথম দিন বুধবার কেন্দ্ৰের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্ৰস্তাবটি গ্ৰহণ করেছেন লোকসভার অধ্যক্ষ সুমিত্ৰা মহাজন। তিনি বলেন,প্ৰস্তাবটি নিয়ে শুক্ৰবার সংসদের নিম্ন সদনে আলোচনা এবং ভোটাভুটি হবে। টিডিপি সাংসদ কেশিনেনি শ্ৰীনিবাস অনাস্থা প্ৰস্তাবটি পেশ করেন। কংগ্ৰেস,তৃণমূল কংগ্ৰেস,এনসিপি,সমাজবাদী পার্টি,আম আদমি পার্টি ও সিপিআই(এম)এর ৫০ জনের বেশি সদস্য সমর্থন করেন অনাস্থা প্ৰস্তাবটি। উল্লেখ্য,মোদি সরকার এই প্ৰথম অনাস্থার মুখোমুখি হচ্ছে। সংসদ বিষয়ক মন্ত্ৰী অনন্ত কুমার বলেন,আস্থা ভোটে সরকার অবশ্যই জিতবে। কারণ মোদি সরকারের ওপর মানুষের পূর্ণ আস্থা রয়েছে-বলেন তিনি।

Next Story
সংবাদ শিরোনাম