কেন্দ্ৰের কাছে বন্যা ত্ৰাণের তহবিল চাইল দিশপুর

কেন্দ্ৰের কাছে বন্যা ত্ৰাণের তহবিল চাইল দিশপুর
Published on

মরশুমের প্ৰথম দফার বন্যা রাজ্যে ত্ৰাস সৃষ্টি করেছে।রাজ্য সরকার ২০১৮-১৯ এর জন্য শীঘ্ৰ স্টেট ডিজেস্টার রেসপন্স ফান্ড(এসডিআরএফ)রিলিজ করতে স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের কাছে আর্জি জানিয়েছে।এই তহবিল ৯০ঃ১০ শেয়ার ভিত্তিতে বরাদ্দ করা হয়ে থাকে।এবছর সর্বমোট এসডিআরএফ বরাদ্দের পরিমাণ হলো ৫৩২ কোটি টাকা।এর মধ্যে কেন্দ্ৰের শেয়ার ৮৭৮.৮০ কোটি,বাকিটা রাজ্য সরকারের।কেন্দ্ৰ দুই কিস্তিতে এই অর্থ রিলিজ করে থাকে।রাজ্য সরকার প্ৰথম কিস্তির টাকা রিলিজ করার জন্য স্বরাষ্ট্ৰমন্ত্ৰককে চিঠি লিখেছে বলে তথ্যাভিজ্ঞ মহল সূত্ৰে জানা গেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com