
গুয়াহাটিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি মঙ্গলবার বলেছেন,কেন্দ্ৰের সমস্ত তহবিল যাতে সরাসরি গরিবদের কল্যাণে কাজে লাগে তা সুনিশ্চিত করতে পুরো সিস্টেম থেকে মিডলম্যানদের দূর করতে তাঁর সরকার ব্যবস্থা গ্ৰহণ করেছে।
পশ্চিম ওড়িশায় এক নির্বাচনি সমাবেশে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন,‘ইউপিএ জমানায় এক টাকার মধ্যে মাত্ৰ ১৫ পয়সা গরিবদের কাছে পৌঁছেছিল এবং বাকিটা অবাঞ্ছিত শক্তিগুলি লুটেপুটে নিয়েছে’।
কংগ্ৰেসকে বিঁধে প্ৰধানমন্ত্ৰী বলেন,পুরনো এই দলটি তাদের শাসনকালে বহু বিতর্ক ও কেলেংকারির সঙ্গে জড়িয়ে ছিল। দুর্নীতিগ্ৰস্ত ওই সরকারের আমলে মানুষ রীতিমতো অসহায় হয়ে পড়েছিলেন। কংগ্ৰেস জমানায়ই চিনি কেলেংকারি,রেশন এবং ইউরিয়া কেলেংকারি সংঘটিত হয়েছিল।
তিনি আরও বলেন,কেন্দ্ৰের বরাদ্দ সমস্ত অর্থ যাতে মানুষের কাজে লাগে তা সুনিশ্চিত করতে ‘চৌকিদার’ পাকাপোক্ত পদক্ষেপ নিয়েছে।