কেন পদত্যাগ করেছিলেন আরবিআই গভর্নর, জানালেন মোদী

কেন পদত্যাগ করেছিলেন আরবিআই গভর্নর, জানালেন মোদী
Published on

গত ১০ ডিসেম্বর পদত্যাগ করেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)-এর গভর্নর উর্জিত পটেল৷ ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের সর্বোচ্চ পদ থেকে ইস্তফা দেন৷ কিন্তু তাঁর পদত্যাগ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্রীয় সরকারের চাপের কথা তুলতে শুরু করে। যদিও মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআইয়ে প্রকাশিত একটি সাক্ষাৎকারে উর্জিতের পদত্যাগকে আকস্মিক মানতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কয়েক মাস ধরেই অভিযোগ উঠছে, আরবিআইয়ের কাজে হস্তক্ষেপ করছে কেন্দ্র৷ এমনকী স্বাধীন কেন্দ্রীয় সংস্থায় হস্তক্ষেপ নিয়ে সরকারের সঙ্গে বেশ কয়েক মাস ধরেই মনোমালিন্য চলছিল উর্জিত-সহ ডেপুটি গভর্নর বিরল আচার্যের৷ অনাদায়ী ঋণ, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বাড়তি আর্থিক সুবিধা দেওয়ার আবেদনের পাশাপাশি নোটবন্দি-সহ বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রের সঙ্গে চলছিল মতান্তর।

তবে মোদী এ দিন স্পষ্ট করেই জানিয়ে দেন বিরোধী তত্ত্ব নিতান্তই জল্পনা।এ দিনের সাক্ষাৎকারে নোটবন্দি থেকে সার্জিক্যাল স্ট্রাইক, আরবিআইয়ের গভর্নর উর্জিত পটেলের পদত্যাগ-সহ বিভিন্ন বিষয়েই আলোকপাত করেন মোদী। তিনি বলেন, “আরবিআইয়ের সদ্য প্রাক্তন গভর্নর উর্জিত পটেলের ইস্তফা নিয়ে এই প্রথমবার আমি আপনাদের সামনে বলছি। উনি (উর্জিত) ইস্তফা দেওয়ার ৬-৭ মাস আগেই নিজের অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। এমনকী তিনি তা লিখিত আকারেও জানিয়েছিলেন। এর মধ্যে কোনও রাজনৈতিক অভিসন্ধি লুকিয়ে নেই। উনি রিজার্ভ ব্যাঙ্কের জন্য দারুণ কাজ করেছেন”।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com