কেরলে বন্যা,লাল সঙ্কেত জারি,মৃতের সংখ্যা বেড়ে ৭০

কেরলে বন্যা,লাল সঙ্কেত জারি,মৃতের সংখ্যা বেড়ে ৭০
Published on

তিরুবনন্তপুরমঃ অবিশ্ৰান্ত বৃষ্টিতৈ কেরলে বন্যা পরিস্থিতি আরও শোচনীয় হয়ে পড়েছে। বন্যার তাণ্ডবে বুধবার আরো ২৮ জনের মৃত্যু হয়। বিভিন্ন স্থানে চলছে বন্যার তাণ্ডব ও ধ্বংসলীলা। শোচনীয় পরিস্থিতির প্ৰেক্ষিতে লাল সঙ্কেত জারি করেছেন কর্তৃপক্ষ। বুধবার মালাপ্পুরমে বাড়ি ধসে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়। এই নিয়ে চলতি বন্যা,ভূমিস্খলনে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়ালো। কেরলের ১৪টি জেলার মধ্যে ১১টিতে লালসঙ্কেত জারি করা হয়েছে। ইদুকি,কোঝিকোড,ওয়ানাদ,মালাপ্পুরম পাথানামতিথা,কানুর এবং এরনাকুলামে আগেই লাল সঙ্কেত জারি করা হয়।

৩৩টিও বেশি বাঁধ জলধারণ করতে না পারায় সেগুলি খুলে দেওয়া হয়। কেরল সরকার বৃহস্পতিবার সব শিক্ষা প্ৰতিষ্ঠানের জন্য ছুটি ঘোষণা করেছে। কোচিন বিমান বন্দরে জল ঢুকে পড়ায় শনিবার পর্যন্ত বিমান বন্দর বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া দপ্তরের গূধাভাসে বলা হয়েছে,শনিবার পর্যন্ত রাজ্যে আরও বৃষ্টি হবে। কেরলের মুখ্যমন্ত্ৰী পিনারাই বিজয়ন বন্যা দুর্গতিদের সাহায্যে এগিয়ে আসতে রাজ্যের জনগণের প্ৰতি আহ্বান জানিয়েছেন। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের সঙ্গে কথা বলার সময় সব ধরনের সাহায্যের প্ৰতিশ্ৰুতি দিয়েছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com