
অবিশ্ৰান্ত মরশুমি বৃষ্টিতে দক্ষিণী রাজ্য কেরলে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। গত ১০ দিনে বন্যা,ভূমিস্খলনে মৃতের সংখ্যা বেড়ে ১৫৪ জনে দাঁড়িয়েছে। শতাধিক প্ৰতিরক্ষা কর্মী সহ এক ডজন হেলিকপ্টার নেমেছে উদ্ধার অভিযানে। এনডিআরএফ টিম এবং মৎস্য জীবীরাও তাদের মোটর বোট নিয়ে জলবন্দিদের উদ্ধারে নেমেছেন বৃষ্টি থামতেই। শুক্ৰবার সকাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টির প্ৰকোপ অনেকটাই হ্ৰাস পেয়েছে। তবে ইদুকি জেলায় বড় বাঁধের উপচে পড়া জলে ভাসিয়ে দিয়েছে বিস্তীর্ণ অঞ্চল। জলের দুর্বার গতির জন্য কেবলমাত্ৰ কাসারগোড়ে ছাড়া ১৩টি জেলায় লালসঙ্কেত জারি করা হয়েছে।
পেরিয়ার নদী এবং শাখা নদীগুলির কূল ছাপানো জলে এরনাকুলাম ও ত্ৰিচূড়ের বিভিন্ন শহরে ভাসছে বন্যার জলে। সবচেয়ে বেশি ক্ষতিগ্ৰস্ত শহরগুলির তালিকায় রয়েছে পারাভুর,কালাডি,চালাকুডি,পেরুমবাভুর ও মুভাটুপূজা। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰমোদি শুক্ৰবার বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্ৰী পিনারায়ই বিজয়নের সঙ্গে কথা বলেছেন। এদিকে মুখ্যমন্ত্ৰী বিজয়ন বলেছেন,রাজ্যের বিভিন্ন অঞ্চলের ২.২৫ লক্ষ বন্যা দুর্গতকে ১৫৬৮টি ত্ৰাণ শিবিরে আশ্ৰয় দেওয়া হয়েছে।