কেরলে বন্যায় মৃত্যু ৪৮৩ জনের,ক্ষতির পরিমাণ রাজ্যের বার্ষিক বরাদ্দেরও বেশিঃ বিজয়ন

কেরলে বন্যায় মৃত্যু ৪৮৩ জনের,ক্ষতির পরিমাণ রাজ্যের বার্ষিক বরাদ্দেরও বেশিঃ বিজয়ন
Published on

কেরলের মুখ্যমন্ত্ৰী পিনারায়ি বিজয়ন বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশনে ঘোষণা করেন,চলতি বছরের মে থেকে আগস্ট পর্যন্ত বন্যায় রাজ্যে ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন,নিখোঁজ হয়েছেন ১৪ জন। ১৪,৫০,৭০৭ জন মানুষ ত্ৰাণ শিবিরে আশ্ৰয় নিয়েছিলেন। বর্তমানে রাজ্যে ৩০৫টি ত্ৰাণ শিবিরে ৫৯,২৯৬ জন রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। ত্ৰাণ এবং পুনর্বাসন নিয়ে আলোচনার জন্যই বিধানসভার এই বিশেষ অধিবেশন ডাকা হয়। গত ১০০ বছরে রাজ্যে বন্যার এমন ভয়ঙ্কর রূপ দেখা যায়নি।

পুনর্নির্মাণ সম্পর্কে মুখ্যমন্ত্ৰী বলেন,বন্যা পরিবেশ সম্পর্কিত কিছু ইস্যু প্ৰকাশ্যে নিয়ে এসেছে। এখানে প্ৰাসঙ্গিক প্ৰশ্ন হচ্ছে পরিবেশগত দিক থেকে যে সব স্পর্শকাতর এলাকা রয়েছে সেইসব স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হলে আবার ধস ও বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই পুনর্নির্মাণের কাজে আমাদের দেখতে হবে পরিবেশ প্ৰকৃতির ওপর যাতে কোনও প্ৰতিকূল প্ৰভাব না পড়ে। এবারের বন্যায় ৫৭ হাজার হেক্টর কৃষিজমির ফসল নষ্ট হয়ে গেছে। এই ক্ষতির পরিমাণ রাজ্যের বার্ষিক বরাদ্দেরও বেশি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com