কেরেলার সঙ্গে ম্যাচ ড্ৰ করে পয়েণ্ট ভাগ করে নিলো মুম্বই সিটি

কেরেলার সঙ্গে ম্যাচ ড্ৰ করে পয়েণ্ট ভাগ করে নিলো মুম্বই সিটি
Published on

দেশের ব্যয়বহুল ফুটবল প্ৰতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগ(আইএসএল)শুক্ৰবার কেরেলার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরেলা ব্লাস্টার ও মুম্বই সিটির মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্ৰ হয়। তবে এই ম্যাচটি অসমের ফুটবল ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হবে। ম্যাচের ২৪ মিনিটে কেরেলা ব্লাস্টারের হয়ে একটা দর্শনীয় গোল করে দলকে এগিয়ে নেন অসমের হলিচরণ নার্জারি। কেরেলা ব্লাস্টারের ম্যাচ জেতাটা প্ৰায় সুনিশ্চিত ছিল যদিও শেষ রক্ষা আর সম্ভব হয়নি। খেলার ৯৩ মিনিটে মুম্বই সিটির হয়ে খেলায় সমতা ফিরিয়ে আনেন অসমেরই খেলোয়াড় প্ৰাঞ্জল ভূমিজ। উভয় দলই লড়াকু মেজাজে খেলে দর্শকদের সুন্দর ফুটবল উপহার দেয়। আজ চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে চেন্নাইন এফসি এবং এফসি গোয়া মুখোমুখি হচ্ছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com