কোকরাঝাড়ে পণ্য বোঝাই ট্ৰাক পোড়ালো বনধ সমর্থকরা

কোকরাঝাড়ঃ কোকরাঝাড় জেলার সেরফানগুড়ি থানার অধীন কলাইবাড়ি গ্ৰামে মঙ্গলবার রাত ১১টা নাগাদ সন্দেহভাজন বনধ সমর্থকরা জাতীয় সড়ক ৩১(সি)-এর কাছে একটি ট্ৰাক জ্বালিয়ে দেয়। এই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং তিনজন গুরুতর আহত হন। সন্দেহভাজন বনধ সমর্থকরা ২০-২১ নভেম্বরের মাঝ রাতে ট্ৰাকটিতে(নং ইউপি-২৫/এটি-৬৩৯০)আগুন দেয়। ট্ৰাকে থাকা একজন ব্যক্তির মৃত্যু হয় এবং অন্যান্য তিনজন গুরুতর আহত হন। পরে পুলিশ আহতদের হাসপাতালে ভর্তি করে। নিহত ব্যক্তিকে সাদ্দাম হুসেন নামে শনাক্ত করা হয়েছে। গম বোঝাই ট্ৰাকটি তেজপুর অভিমুখে যাচ্ছিলো।
নিখিল অসম কোচ রাজবংশী যুব ছাত্ৰ সম্মিলনী,অল কোচ রাজবংশী ছাত্ৰ সংস্থা(আক্ৰাসু)এবং অল কোচ রাজবংশী সম্মিলনের ডাকা ৪৮ ঘণ্টা অসম বনধ চলাকালে এই ঘটনা ঘটে। বোড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিলকে(বিটিসি)ইউনিয়ন টেরিটরিয়াল কাউন্সিলে(ইউটিসি)উন্নীত করতে কেন্দ্ৰীয় সরকারের প্ৰস্তাব সম্পর্কিত রিপোর্টের প্ৰতিবাদে এই বনধ ডেকেছিল সংগঠনগুলি। বনধ চলাকালে বিটিসি এলাকায় মঙ্গলবার যথেষ্ট উত্তেজনা দেখা গিয়েছে। সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে হাতাহাতি ও সংঘর্ষে বেশকিছু বনধ সমর্থক আহত হন। এই ঘটনার পরই গাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। উত্তেজনার পারদ চড়তে থাকে বিটিসি এলাকায়। এদিকে পুলিশ সূত্ৰ জানাচ্ছে,এই ঘটনায় ১৩ জন ব্যক্তিকে পুলিশ গ্ৰেপ্তার করেছে।