কোকরাঝাড়ে বনভূমির বাসিন্দাদের জমির পাট্টা বিতরণ

কোকরাঝাড়ে বনভূমির বাসিন্দাদের জমির পাট্টা বিতরণ
Published on

কোকরাঝাড়ঃ কোমরাঝাড়ের সায়েন্স কলেজে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে ফরেস্ট রাইটস অ্যাক্টের অধীনে দাবিদারদের মধ্যে জমির পাট্টা বিতরণ করা হয়। সমাজকল্যাণ মন্ত্ৰী প্ৰমীলারানি ব্ৰহ্ম ও বিটিসির কার্যনির্বাহী সদস্য রাজীব ব্ৰহ্ম ৩২টি পরিবার সহ ১৫২ জন বনাঞ্চলের বাসিন্দাকে পাট্টা বিতরণ করেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com