নয়াদিল্লিঃ ভারতীয় ক্ৰিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বিশ্ব চ্যাম্পিয়ন ভারোত্তোলন মীরাবাই চানুকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দিয়ে মঙ্গলবার সম্মানিত করলেন রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ। খেলাধুলায় উল্লেখযোগ্য পারফরম্যান্সের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। কোহলি ও চানু উভয়েই পুরস্কার হিসেবে পেয়েছেন একটি মানপত্ৰ,একটি মেডেল ও নগদ ৭ লক্ষ টাকা। অসমের স্প্ৰিণ্টার হিমা দাস,জেভেলিন থ্ৰোয়ার নীরজ চোপড়া,টেবিল টেনিস তারকা মনিকা বাত্ৰা সহ ২০ জনকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে। অর্জুন পুরস্কার হিসেবে প্ৰত্যেককে দেওয়া হয়েছে একটি স্ট্যাচু,শংসাপত্ৰ ও নগদ ৫ লক্ষ টাকা।
Begin typing your search above and press return to search.