লখিমপুর/কাজিরঙাঃ নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)রূপায়ণে বিজেপি সরকারের প্ৰয়াসকে উত্তর পূর্বাঞ্চলের ওপর একটা আক্ৰমণ বলে অভিহিত করেন কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী। বুধবার রাজ্যে নির্বাচনী প্ৰচার সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন,বিলের বিরোধিতা করে কংগ্ৰেস তার প্ৰতিশ্ৰুতি রক্ষা করেছে। ‘ক্যাব হচ্ছে এখানকার মানুষের সংস্কৃতি,চিন্তাভাবনা ও স্বতন্ত্ৰতার ওপর এক আক্ৰমণ। ক্যাব নিয়ে যখন এই অঞ্চলে উত্তাল আন্দোলন চলছিল সেই সময় আমরা এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং এটা সুনিশ্চিত করেছি ক্যাব রাজ্যসভায় পাস করা যাবে না। আমরা ভবিষ্যতেও এর বিরোধিতা করে যাবো’-বলেন কংগ্ৰেস সভাপতি। রাহুল রাজ্যের জনগণকে কংগ্ৰেস প্ৰার্থীদের জয় সুনিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন এটা হলে অসমের ভাষা,সংস্কৃতি এবং ইতিহাসের ওপর আরএসএস-এর আক্ৰমণ বন্ধ করা সম্ভব হবে।
রাহুল এদিন বোকাঘাতে এক জনসভায় কলিয়ার লোকসভা কেন্দ্ৰের দলীয় প্ৰার্থী গৌরব গগৈর পক্ষে প্ৰচার চালাচ্ছিলেন। গৌরব এই নিয়ে উপর্যুপরি দ্বিতীয়বার এই কেন্দ্ৰ থেকে প্ৰতিদ্বন্দ্বিতা করছেন। সভায় বিজেপিকে আক্ৰমণ হেনে রাহুল বলেন,মোদি দুই কোটি কর্মসংস্থানের সু্যোগ সৃষ্টির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এক্ষেত্ৰে উল্টো চিত্ৰই দেখা গেছে। দেশে বর্তমানে বেকারের সংখ্যা সর্বোচ্চ স্তরে গিয়ে পৌঁছেছে। মোদি বলেছিলেন ‘অচ্ছে দিন আয়েঙ্গে’ কিন্তু আসলে ‘অচ্ছে দিন চলে গয়ে’। ‘মোদি নিজেকে চৌকিদার বলছেন কিন্তু আমরা বলেছি ‘চৌকিদার চোর হ্যায়’-উল্লেখ করেন রাহুল।
‘মোদিজি গব্বর সিং ট্যাক্স চাপিয়েছেন,যা সারা দেশের ক্ষুদ্ৰ ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি করেছে। আমাদের সরকার ক্ষমতায় এলে এধরনের গব্বর সিং ট্যাক্স ব্যবস্থা পুরোপুরি অবলুপ্ত করা হবে এবং সেই জায়গায় রূপায়ণ করা হবে সহজ এবং ন্যূনতম জিএসটি’-বলেন কংগ্ৰেস সভাপতি।
নীরব মোদি,অনিল আম্বানির প্ৰসঙ্গে তুলে রাহুল বলেন,তারা দেশের যুবকদের জন্য কোনও চাকরির ব্যবস্থা করেননি,উল্টে গরিব মানুষের অর্থ হাতিয়ে নিয়েছেন। ‘নাসিক এবং আরএসএস এই অঞ্চলের ইতিহাস,সংস্কৃতি এবং ভাষার ওপর আক্ৰমণ হানছে। এটা বন্ধ করতে হবে বিজেপিকে ভোটে হারিয়ে। আর সে জন্যই তিনি কংগ্ৰেস প্ৰার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করতে জনগণের প্ৰতি আহ্বান জানান।
তিনি আরও বলেন,মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার প্ৰত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্ৰতিশ্ৰুতি দিয়েছিল। কিন্তু সেই প্ৰতিশ্ৰুতি তারা পালন করতে পারেনি। উল্টে মোদি সরকার শিল্পপতি বন্ধুদের ৩০ হাজার কোটি টাকা দিয়েছে। রাহুল বলেন,১৫ লক্ষ টাকা দেওয়া দূরের কথা,কারো ব্যাংক অ্যাকাউন্টে এক পয়সাও দেয়নি এই সরকার। তাই মোদি যে মিথ্যে বলেছেন এটা তারই প্ৰমাণ-উল্লেখ করেন রাহুল। আমি কথা দিয়েছে দেশের ২০ শতাংশ দরিদ্ৰতম লোককে বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে,কংগ্ৰেস ক্ষমতায় এলে। এই অর্থ সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। রাহুল এদিন লখিমপুরেও দলীয় প্ৰার্থীর পক্ষে প্ৰচার চালান।