Begin typing your search above and press return to search.

ক্যাব নিয়ে অসমের সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলবঃ মোদি

ক্যাব নিয়ে অসমের সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলবঃ মোদি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  12 April 2019 11:35 AM GMT

শিলচরঃ বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)সম্পর্কে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি বৃহস্পতিবার ঘোষণা করেন ‘অসমের সংশ্লিষ্ট সব দাবিদারদের আস্থায় এনেই বিলটি পাস এবং তা কার্যকরী করা হবে। অসমিয়া মানুষের অস্তিত্ব ও সংস্কৃতি বিপন্ন হয় এমন কোনও কাজ বিজেপি করবে না’-উল্লেখ করেন প্ৰধানমন্ত্ৰী।

‘কারো প্ৰতি কোনও অন্যায়,অবিচার করা হবে না’-বৃহস্পতিবার শিলচর থেকে ৫ কিলোমিটার দূরে রামনগরে এক জনাকীর্ণ সমাবেশে ভাষণ দিতে গিয়ে কথাগুলি বলেন মোদি। শিলচর কেন্দ্ৰের দলীয় প্ৰার্থী ড. রাজদীপ রায় এবং করিমগঞ্জের প্ৰার্থী কৃপানাথ মাল্লার পক্ষে প্ৰচার চালাতে এদিন দিল্লি থেকে এখানে উড়ে আসেন প্ৰধানমন্ত্ৰী। বিজেপির বিজয় সঙ্কল্প সমারোহের অংশ হিসেবে এদিন বিকেলে মঙ্গলদৈ ও গুয়াহাটি কেন্দ্ৰের দলীয় প্ৰার্থী যথাক্ৰমে দিলীপ শইকিয়া ও কুইন ওজার পক্ষে রঙিয়ার কাছে সুতারগাঁও গ্ৰামে(কেন্দুকনা)এক জনসভায় বক্তব্য পেশ করেন মোদি।

প্ৰধানমন্ত্ৰী আরও বলেন,অসম চুক্তি রূপায়ণে তাঁর সরকার ভারতীয় সংবিধানের কাঠামোর মধ্যে থেকে প্ৰয়োজনীয় সব কাজ করছে। তাছাড়া রাজ্যের অন্যান্য তফশিলি জাতি জনগোষ্ঠীর অস্তিত্বে কোনও আঘাত না হেনে ছয় জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা দিতে চাইছে সরকার।

রাজ্যের চা শিল্পের প্ৰতি অবহেলা এবং বাগান কর্মীদের স্বার্থ না দেখার জন্য মোদি কংগ্ৰেসকে সরাসরি আক্ৰমণ করেন। তিনি বলেন,বাগান কর্মীদের জীবনের মান উন্নত করতে সরকার অচিরেই পদক্ষেপ করছে।

তিনি বলেন,চা বাগানের কর্মীদের জীবনযাত্ৰার মান উন্নত করতে সরকার ব্যবস্থা নিয়েছে। রাহুল গান্ধীর নাম উচ্চারণ না করে মোদি বলেন,কংগ্ৰেস নেতারা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছেন। কারণ তারা মুখে রুপোর চামচ নিয়ে জন্মেছেন। গরিব চা শ্ৰমিকদের দুঃখ কষ্ট কী করে বুঝবে তাঁরা-প্ৰশ্ন তোলেন মোদি। ‘নিজেকে চায়েওয়ালা সম্বোধন করে মোদি বলেন,আর কেউ না হোক আমি তাদের দুঃখ কষ্ট বিলক্ষণ বুঝতে পারি’।

কংগ্ৰেসই রাজ্যে অনুপ্ৰবেশে ইন্ধন জুগিয়েছে অভিযোগ করে প্ৰধানমন্ত্ৰী বলেন,অসম-বাংলাদেশ সীমান্ত রক্ষায় এবং অনুপ্ৰবেশ প্ৰতিরোধে বেড়া বসাতে বিজেপি সরকারই পদক্ষেপ নিয়েছে। কাশ্মীর ইস্যু,সংবিধানের ৩৭০ ধারা সম্পর্কে কংগ্ৰেসিদের ভূমিকায় ওই দলকে বিঁধতে ছাড়েননি তিনি। প্ৰধানমন্ত্ৰী বলেন-২০২০ সালের মধ্যে দেশে গৃহহীন লোকের সংখ্যা আর বেশি থাকবে না।

মঙ্গলদৈ-এর জনসভায় প্ৰধানমন্ত্ৰী বলেছেন,অসমের ক্ষুদ্ৰ চাষি সম্প্ৰদায়কে প্ৰধানমন্ত্ৰী কিষান যোজনা ও কিষাণ পেনশন স্কিমের আওতায় আনা হবে। অসমের মানুষের আশা আকাঙ্খাকে বাস্তব রূপ দেওয়ারও আশ্বাস দিয়েছেন প্ৰধানমন্ত্ৰী। বগিবিল সেতু,চাংসারিতে এইমস,ধলা-সদিয়া সেতু,বিভিন্ন রেলওয়ে প্ৰকল্প ও অন্যান্য উন্নয়নমূলক কাজ বিজেপি সরকারের আমলে হয়েছে এবং হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এদিন শিলচরের এই সমাবেশ মঞ্চে উপস্থিতদের মধ্যে ছিলেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,দলের অসম শাখার দায়িত্বপ্ৰাপ্ত মহেন্দ্ৰ সিং,মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য,প্ৰাক্তন মন্ত্ৰী কবীন্দ্ৰ পুরকায়স্থ এবং অন্যান্যরা।

Next Story
সংবাদ শিরোনাম