Begin typing your search above and press return to search.

ক্যাব নিয়ে পূর্বের অবস্থানই ধরে রাখবে অগপঃ ফণীভূষণ

ক্যাব নিয়ে পূর্বের অবস্থানই ধরে রাখবে অগপঃ ফণীভূষণ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  8 April 2019 1:13 PM GMT

পাঠশালাঃ ‘বিজেপি এবং বিপিএফএর সঙ্গে আঁতাতের পর লোকসভা নির্বাচনে অসম গণ পরিষদ(অগপ)লাভবানই হবে এবং কমপক্ষেও সল লোকসভায় প্ৰতিনিধি পাঠাতে পারবে’। রবিবার পাটাচারকুচির হরেন্দ্ৰ ভবন প্ৰাঙ্গণে দলীয় কর্মীদের এক সভায় একথা বলেন অগপ বিধায়ক ফণীভূষণ চৌধুরী।

নাগরিকত্ব সংশোধনী বিলের প্ৰসঙ্গ তুলে তিনি বলেন,এব্যাপারে দল ভবিষ্যতেও পূর্বের অবস্থানই ধরে রাখবে। চৌধুরী ভোটারদের নিঃসঙ্কোচে ও অবাধে তাদের ভোটাধিকার প্ৰয়োগ করার আহ্বান জানান। বরপেটা কেন্দ্ৰে অগপ প্ৰার্থীর জয় সুনিশ্চিত করতে স্ট্ৰ্যাটিজি ঠিক করার জন্যই এই সভা ডাকা হয়েছিল। পাটাচারকুচি কেন্দ্ৰের বিধায়ক পবিন্দ্ৰ ডেকা বৈঠকে পৌরোহিত্য করেন। এই সভায় প্ৰায় ৩০০ দলীয় কর্মী ও নেতা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বরপেটা কেন্দ্ৰের দলীয় প্ৰার্থী কুমার দীপক দাসও। দাস তাঁর ভাষণে বলেন,রাজ্যের মানুষের চাহিদার প্ৰতি নজর রেখেই অগপ-র কাজ করা উচিত। নিজের লক্ষ্য ও রাজ্যের মানুষকে দেওয়া প্ৰতিশ্ৰুতি থেকে সরে যাওয়া কোনওভাবেই দলের পক্ষে ঠিক হবে না।

সাংবাদিকদের এক প্ৰশ্নের জবাবে মন্ত্ৰী ফণীভূষণ বলেন,প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্তের অবস্থান নির্বাচনে কোনও প্ৰভাব ফেলবে না,যেহেতু তিনি দলের নেতা নন। অতুল বরা হচ্ছেন দলের সভাপতি।

ফণীভূষণ আরও বলেন,অগপ কেন জোটে ফিরে গেলো,মানুষ তা বিলক্ষণ বুঝতে পেরেছেন। আসন্ন নির্বাচনের প্ৰতি লক্ষ্য রেখে এবং অগপ প্ৰার্থী কুমার দীপক দাসের জয় সুনিশ্চিত করতে অগপ বিজেপি-বিপিএফ জোট এক সঙ্গে কাজ করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্ৰস্তাব গ্ৰহণ করা হয় বৈঠকে।

Next Story
সংবাদ শিরোনাম