‘ক্যাব’ হিমঘরে যাওয়ায় মানুষেরই জয় হলোঃ বীরেন সিং

‘ক্যাব’ হিমঘরে যাওয়ায় মানুষেরই জয় হলোঃ বীরেন সিং
Published on

ইম্ফলঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৯ বুধবার রাজ্যসভায় পাস না হওয়ার ঘটনাকে জনগণের জয় বলে আখ্যায়িত করলেন মণিপুরের মুখ্যমন্ত্ৰী এন বীরেন সিং। বিলটি পাস না করার জন্য কেন্দ্ৰীয় নেতাদের কাছে আর্জি জানাতে সিং নটি রাজনৈতিক দলের সঙ্গে নয়াদিল্লিতে অবস্থান করছিলেন। তিনি আরও বলেন,এখন সরকার ও জনগণকে উন্নয়নের কাজে নজর দেওয়া উচিত।

বিলের বিরুদ্ধে উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে জোর আন্দোলন চলছিল। মণিপুরেও আন্দোলন দুর্বার হয়ে উঠেছিল। আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকার সোমবার রাতে পূর্ব ও পশ্চিম ইম্ফলে অনির্দিষ্টকালের কার্ফু জারি করতে বাধ্য হয়েছিল। কিন্তু কার্ফুর তেমন প্ৰভাব দেখা যায়নি। হাজার হাজার পুরুষ,মহিলা পথে নেমে আসেন,বের করা হয় মশাল মিছিল। আটজন যুব বিলের বিরুদ্ধে নগ্ন হয়ে প্ৰতিবাদ জানায়। মঙ্গলবার রাতে কমপক্ষেও ১৭জন ব্যক্তি আহত হন প্ৰতিবাদকারীদের ছত্ৰখান করতে পুলিশ কাঁদানে গ্যাস ও মোক বোমা ছোড়ায়।

মুখ্যমন্ত্ৰী সিং বলেন,‘প্ৰধানমন্ত্ৰী,স্বরাষ্ট্ৰমন্ত্ৰী এবং বিজেপি সভাপতি অমিত শাহ মানুষের ভাবাবেগ বুঝতে পেরেছিলেন। তাই বিল নিয়ে তাঁরা আর এগোননি। আইনশৃঙ্খলা ও মানুষের জীবন বাঁচাতে রাজ্য সরকার ইম্ফলে কার্ফু জারি করতে বাধ্য হওয়ায় মুখ্যমন্ত্ৰী জনগণের কাছে ক্ষমা চেয়ে নেন’। বিলটি রাজ্যসভায় না ওঠায় রাজ্য সরকার কার্ফু তুলে নেওয়ার এবং ইন্টারনেট সেবা পুনর্বহাল করার নির্দেশ দিয়েছে বলে তিনি জানান।

ওদিকে সিএলপি নেতা ওকরাম ইবোবির নেতৃত্বে কংগ্ৰেসিরা দিল্লিতে বিতর্কিত বিলের বিরুদ্ধে দিল্লিতে প্ৰতিবাদ জানিয়েছিলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com