নয়াদিল্লিঃ ভারতীয় জনতা পার্টি(বিজেপি)বিধানসভা ও লোকসভার নির্বাচন একইসঙ্গে করানোর পক্ষপাতি। দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এসম্পর্কে লো প্যানেলের কাছে লেখা এক চিঠিতে বলেছেন,নির্বাচনে কয়েক হাজার কোটি টাকা খরচ হয়। দুটো নির্বাচন একই সঙ্গে হলে খরচের অঙ্ক অনেক কমবে। শাহ বলেছেন,নির্বাচনী প্ৰক্ৰিয়া যদি নিরবিচ্ছিন্নভাবে চলতেই থাকে তাহলে জাতীয় সম্পদের ঘাটতি দেখা দেবে। বিশেষ করে ভারতের মতো গণতান্ত্ৰিক দেশে যখন নির্বাচনী আচরণ বিধি বলবৎ হবে সে সময় বিভিন্ন কাজকর্ম ও নীতি নির্ধারণের বিষয়টি থমকে যাবে।
‘লোকসভা ও বিধানসভা নির্বাচনের মধ্যে কোনও সম্পর্ক নেই। দুটো নির্বাচনে ভোটাররা বিভিন্ন ইস্যুতে ভোট দিয়ে থাকেন। তাই ভোটারদের ওপর আমাদের বিশ্বাস ও আস্থা থাকাটা আবশ্যক’-বলেন শাহ। বিজেপির এক দেশ,এক নির্বাচনের ধারণার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে যে সমালোচনা চলছে তার জবাবে শাহ বলেন,একের পর এক রাজ্যে যদি সারা বছর ধরে নির্বাচন লেগে থাকে তাহলে রাজ্য ও কেন্দ্ৰ উভয় সরকারের কাজকর্মেই ব্যাঘাত ঘটবে। একইসঙ্গে নির্বাচন হলে খরচের পরিমাণ অনেকটা হ্ৰাস পাবে বলে মনে করেন তিনি।
বিজেপির একটি প্ৰতিনিধিদল এব্যাপারে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি সিএস চৌহানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। চৌহান অবশ্য বলেছেন,এক দেশ এক নির্বাচনের ধারণা কার্যকর করতে হলে সংবিধান সংশোধনের প্ৰয়োজন রয়েছে।