আগরতলাঃ ত্ৰিপুরার মুখ্যমন্ত্ৰী বিপ্লব কুমার দেব শুক্ৰবার শহর থেকে সাত কিলোমিটার দূরে পুরান হাবেলিতে ‘খারচি পূজার’ উদ্বোধন করেন শুক্ৰবার। এই পুজো চলবে সাতদিন। শতাব্দী পুরনো এই পূজার উদ্বোধন পর্বে মন্ত্ৰী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পাপমুক্ত হতে এবং আত্ম শুদ্ধির উদ্দেশ্যে বার্ষিক এই উৎসব আয়োজন করা হয়ে থাকে। উপজাতিদের এই উৎসবে সব সম্প্ৰদায়ের মানুষ অংশ নিচ্ছেন আজকাল।
‘খারচি পূজার’ উদ্বোধন করলেন ত্ৰিপুরার মুখ্যমন্ত্ৰী বিপ্লব কুমার দেব

Next Story