Begin typing your search above and press return to search.
গণপিটুনিতে মৃত্যু ঠেকাতে কমিটি গড়ল কেন্দ্ৰ

অসম সহ দেশের বিভিন্ন প্ৰান্তে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা রুখতে কেন্দ্ৰীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।স্বরাষ্ট্ৰসচিব রাজীব গৌবা রয়েছেন কমিটির নেতৃত্বে।গৌবা সোমবার জানান,বিচার,আইন বিভাগ,আইনি বিষয়ক বিভাগ,সামাজিক ন্যায় ও এমপাওয়ারমেন্ট বিভাগের সচিবরা কমিটির সদস্য থাকছেন।‘কমিটি ৪সপ্তাহের মধ্যে তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করবে’-বলেন কর্তাটি।সরকার কমিটির সুপারিশগুলি বিবেচনার জন্য স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং-এর নেতৃত্বে মন্ত্ৰীদের একটা গ্ৰুপ(জিওএমএস)গঠনের সিদ্ধান্ত নিয়েছে।বিদেশমন্ত্ৰী সুষমা স্বরাজ,ভূতল পরিবহণ মন্ত্ৰী নীতিন গাড়করি,আইনমন্ত্ৰী রবিশঙ্কর প্ৰসাদ প্ৰমুখ জিওএম-এর সদস্য হচ্ছেন।
Next Story