Begin typing your search above and press return to search.

গণপিটুনিতে মৃত্যু ঠেকাতে কমিটি গড়ল কেন্দ্ৰ

গণপিটুনিতে মৃত্যু ঠেকাতে কমিটি গড়ল কেন্দ্ৰ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  24 July 2018 4:54 PM GMT

অসম সহ দেশের বিভিন্ন প্ৰান্তে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা রুখতে কেন্দ্ৰীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।স্বরাষ্ট্ৰসচিব রাজীব গৌবা রয়েছেন কমিটির নেতৃত্বে।গৌবা সোমবার জানান,বিচার,আইন বিভাগ,আইনি বিষয়ক বিভাগ,সামাজিক ন্যায় ও এমপাওয়ারমেন্ট বিভাগের সচিবরা কমিটির সদস্য থাকছেন।‘কমিটি ৪সপ্তাহের মধ্যে তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করবে’-বলেন কর্তাটি।সরকার কমিটির সুপারিশগুলি বিবেচনার জন্য স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং-এর নেতৃত্বে মন্ত্ৰীদের একটা গ্ৰুপ(জিওএমএস)গঠনের সিদ্ধান্ত নিয়েছে।বিদেশমন্ত্ৰী সুষমা স্বরাজ,ভূতল পরিবহণ মন্ত্ৰী নীতিন গাড়করি,আইনমন্ত্ৰী রবিশঙ্কর প্ৰসাদ প্ৰমুখ জিওএম-এর সদস্য হচ্ছেন।

Next Story
সংবাদ শিরোনাম