Begin typing your search above and press return to search.
গণপিটুনির ঘটনা ঠেকাতে প্ৰয়োজনে আইন আনা হতে পারেঃ রাজনাথ

নয়াদিল্লিঃ ১৯৮৪ সালের শিখ দাঙ্গার সময় গণপিটুনির বৃহত্তর ঘটনা ঘটেছিল উল্লেখ করে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং মঙ্গলবার বলেন,সরকার গণপিটুনির ঘটনা ‘অত্যন্ত গুরুত্বের’ সঙ্গে দেখছে। এজাতীয় ঘটনা বন্ধ করতে প্ৰয়োজনে আইন আনা হতে পারে। ‘আমি স্পষ্ট বলতে চাই যে এই ঘটনা নিয়ে সরকার শুধু উদ্বিগ্নই নয়,বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তলিয়েও দেখছে। রাজস্থানের আলওয়ারে গণপিটুনিতে একজন গবাদিপশু পালককে পিটিয়ে মারার ঘটনা বিরোধীরা লোকসভায় উত্থাপন করার পরই রাজনাথ একথা বলেন। তিনি আরও বলেন,৮৪ সালে তদানীন্তন প্ৰধানমন্ত্ৰী ইন্দিরা গান্ধী আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর সহস্ৰাধিক শিখ গণপিটুনির শিকার হয়েছিলেন,যা দেশে এধরনের বৃহত্তম ঘটনা। তবে গণপিটুনির ঘটনায় রাজনৈতিক রং চড়ানো উচিত। সুপ্ৰিমকোর্টও বিষয়টিতে দৃষ্টি রাখছে-বলেন তিনি।
Next Story