গণবণ্টনের সামগ্ৰী বিতরণে নয়ছয়ের অভিযোগে গ্ৰেপ্তার ৬

গণবণ্টনের সামগ্ৰী বিতরণে নয়ছয়ের অভিযোগে গ্ৰেপ্তার ৬
Published on

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰীর বিশেষ ভিজিল্যান্স সেল সোমবার গণবণ্টনের(পিডিএস)সামগ্ৰী সরবরাহকারী ৬ এজেন্টকে গ্ৰেপ্তার করেছে। বটদ্ৰবা সত্ৰ সমবায় সমিতির অধীনে স্থানীয়দের মধ্যে গণবণ্টনের জন্য আনা ‘আটা’ নয়ছয় করার অভিযোগে পিডিএস-এর ওই ছয় এজেন্টকে গ্ৰেপ্তার করা হয়। তদন্তে দেখা গেছে ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে প্ৰায় ১১.৬৪ কোটি টাকা মূল্যের গণবণ্টনের সামগ্ৰী বিতরণের ক্ষেত্ৰে গুরুতর নয়ছয় ধরা পড়েছে। ধৃতদের মঙ্গলবার বিশেষ আদালতে তোলা হবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com