শিলচর বঙ্গ ভবনে শুক্ৰবার এক অনুষ্ঠানে বাংলা সংবাদপত্ৰ গতি দৈনিক-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্ৰী সোনোয়াল। সঙ্গে ছিলেন অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্ৰী বলেন,গণতন্ত্ৰের ৪র্থ স্তম্ভ সংবাদপত্ৰের ক্ষমতা অসীম। সাংবাদিকতায় পত্ৰিকাটি উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরবে বলে আশা করেন তিনি।
Begin typing your search above and press return to search.