গতি দৈনিক-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্ৰী

গতি দৈনিক-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্ৰী
Published on

শিলচর বঙ্গ ভবনে শুক্ৰবার এক অনুষ্ঠানে বাংলা সংবাদপত্ৰ গতি দৈনিক-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্ৰী সোনোয়াল। সঙ্গে ছিলেন অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্ৰী বলেন,গণতন্ত্ৰের ৪র্থ স্তম্ভ সংবাদপত্ৰের ক্ষমতা অসীম। সাংবাদিকতায় পত্ৰিকাটি উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরবে বলে আশা করেন তিনি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com