Begin typing your search above and press return to search.

গরৈমারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

গরৈমারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 Feb 2019 11:52 AM GMT

বঙাইগাঁওঃ বঙাইগাঁও জেলার মানিকপুর থানা এলাকার অধীন গরৈমারি এলাকায় বুধবার এক সড়ক দুর্ঘটনায় একটি শিশু সহ পাঁচ ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহতদের সাত্তার আলি,মোজাম্মিল হক,শুকুর আলি,বাসাতন নেসা এবং তাইজুদ্দিন নামে শনাক্ত করা হয়েছে। এরা টেম্পোতে(নং এএস-২৬,১২৬৩)চেপে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন। ওই সময় ভুল সাইড দিয়ে দ্ৰুত গতিতে আসা একটি ট্ৰাক(নং এইচআর৬৯ডি১৬৫১)টেম্পোটিতে সজোরে ধাক্কা মারলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। অন্যান্য আরও তিনজন গুরুতর আহত হন। ট্ৰাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও স্থানীয় মানুষ তাকে ধরে ফেলেন। এই ঘটনার পর উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে বেশকটি গাড়ির ক্ষতি করে।

পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি কিছুটা বাগে আনে। এদিকে সংখ্যালঘু ছাত্ৰ সংস্থা নিহতদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে।

Next Story
সংবাদ শিরোনাম