বিশ্বনাথ জেলার গহপুর মহকুমার অধীন এলাকায় বুরই নদীর করাল ভাঙন রুদ্ৰরূপ ধারণ করেছে। নদীর পার ভাঙনে নিকটবর্তী এলাকার মানুষের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বহু পরিবারের ঘরবাড়ি ও কৃষি জমি গ্ৰাস করে নিয়েছে নদী। ভাঙনে ক্ষতিগ্ৰস্ত মানুষ আশ্ৰয় ও জমিজমা হারিয়ে হতবুদ্ধি হয়ে পড়েছেন। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ভাঙন রুখতে ইতিবাচক দিশায় পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছে। নদীর উৎসে ব্যাপকহারে বালি ও পাথর তোলার ফলেই ডাউনস্ট্ৰিমে ভাঙন ভয়ঙ্কর রূপ নেয়।
Begin typing your search above and press return to search.