গান্ধীজয়ন্তী উপলক্ষে আজ ২০ জন কয়েদিকে মুক্তি দিচ্ছে অসম সরকার

গান্ধীজয়ন্তী উপলক্ষে আজ ২০ জন কয়েদিকে মুক্তি দিচ্ছে অসম সরকার

Published on

গান্ধীজয়ন্তী উপলক্ষে সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন অসম সরকার আজ ২০ জন কয়েদিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে অসম সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। গোলাঘাট ও ডিব্ৰুগড় কারাগার থেকে সর্বাধিক পাঁচজন,ধেমাজির চারজন,তিনসুকিয়ার দুজন এবং যোরহাট,বরপেটা,তেজপুর ও নাগাঁও জেলা থেকে একজন করে কয়েদিকে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com